Rangalirkuti
ষ্টাফ রিপোর্টার:
ভুরুঙ্গামারীর বলদিয়া ইউপি নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দেয়াকে কেন্দ্র করে একটি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে এলাকার বিজয়ী বিএনপির সমর্থকরা। হাটবাজারে যেতে ও সন্তানকে স্কুলে যেতে বাঁধা দেয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ঐ পরিবারটি।
ঘটনা সরেজমিন তদন্তে জানাগেছে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া রাঙ্গালীর কুটি গ্রামের মৃত শওয়াল গনীর পুত্র আব্দুল মতিন প্রায় ৩০ বছর থেকে এলাকায় বসবাস করে আসছে। বলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার সে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে ভোট দেয়।ভোটে আওয়ামীলীগ প্রার্থীর পরাজয় হয় এবং বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় হলে তার প্রতিবেশী বিএনপির সমর্থক মৃত তাহের চান্দ ফকিরের পুত্র আবু হানিফ (৬২) ও লোকমান হোসেন (৪৫) এর সঙ্গে বিরোধ বাধেঁ। এরই জের ধরে আব্দুল মতিনের বাড়ীতে যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয়। এছাড়া তাদের হাটবাজার ও সন্তানদের স্কুলে যেতে বাঁধা প্রদান করা সহ প্রান নাশের হুমকি প্রদান করায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে উক্ত পরিবারটি। বিষয়টি স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের জানানো হলে তারা কয়েক দফা শালিস করেও ব্যর্থ হয়েছে । অবিলম্বে আইনগত ব্যবস্থা না নিলে যেকোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের সুত্রপাত হতে পারে বলে এলাকার অভিজ্ঞ মহল বিষয়টি দ্রুত নিস্পত্তির জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *