ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস/২০১৮ পালিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় নিরাপদ খাদ্য দিবস/২০১৮ পালন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়। আলোচনা সভায় নিরাপদ খাদ্যে ভরবো দেশ ,সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন,উপজেলা খাদ্য কর্মকর্তা শ্রী অমল সরকার,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ,ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু,মিলমালিক সমিতির সম্পাদক জাবেদ মন্ডল এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ ইসলামুল হক প্রমুখ। আলোচনা শেষে র্যালী বের করা হয়।