ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকে সংবাদদাতা ঃ
ভুরুঙ্গামারীতে গতকাল শুক্রবার ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। জানাগেছে,পাথরডুবি গ্রামের মজর আলীর পুত্র আব্দুল মজনু ভোলা (২৬) গত বৃহস্পতিবার রাতে খয়বর মোড় বাজারে টিভি দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরের দিন সকালে খয়বর মোড়ের পার্শ্ববর্তী ঝুকিয়ার বিলের ধানক্ষেতের ড্রেনে তার লাশ পাওয়া যায়।তার জিহ্বা কামড় দেয়া এবং মুখে রক্তের দাগ ছিলো বলে জানাগেছে। ধারনা করা হচ্ছে কে বা কারা তাকে খুন কওে লাশ নির্জন স্থানে ফেলে চলে গেছে। ওসি (তদন্ত) রওশন আলম জানিয়েছেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই ব্যবস্থা নেয়া হবে।