কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় নিখোজ মাদ্রাসা ছাত্র জঙ্গি সংগঠনে সম্পৃক্ততার আশংকায় উদ্বিগ্ন পিতামাতা অনুসন্ধানের জন্য পুলিশের সহায়তা কামনা করেছেন।
ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের জনৈক হাফেজ মোঃ নছির উদ্দিনের একমাত্র পুত্র মোঃ বায়েজিদ হোসেন (২০) ডিপেরহাট দাখিল মাদ্রাসার ছাত্র থাকা কালীন ২০১১ সালে সকলের অজান্তে নিরুদ্দেশ হয়। তার পিতামাতা সেই সময় বিভিন্ন স্থানে খোজাখুজির পর না পেয়ে ভুরুঙ্গামারী থানায় একটি সাধারন ডায়েরী করে। পরবর্তিতে বায়েজিদ ঢাকা থেকে ৩/৪ বার মোবাইল ফোনে পিতামাতার সাথে কথা বলে এবং সে জানায় ঢাকায় পড়াশোনা করছি এবং ভাল আছি। এর পর প্রায় ৪ বছর থেকে সে আর কোন যোগাযোগ করে নাই। বায়েজিদের মা আছিয়া বেগম (৪২) জানায় আমরা কয়েকদিন থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে জঙ্গী সংক্রান্ত সংবাদ দেখে আমরা আতঙ্কিত হয়ে আমাদের ছেলের খোজ নিতে পুলিশের সহযোগীতার জন্য থানায় এসেছি। এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানা ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানায় নিখোজ বায়েজিদের পিতামাতা তার পুত্রের নিখোজের বিষয়টি আমাদের অবহিত করেছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।