ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে জাতীয় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর শুক্রবার সকালে উপজেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসটার্মিনালে শহীদ স্মৃতি স্তম্ভে এসে শেষ হয়। সেখানেই জাতীয় শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ব্যাপারী,সহঃ সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ আরিফুজ্জামান রনী ও উপজেলা েেস্বচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের প্রায় সহ¯্রাধিক নেতাকর্মীরা অংশ নেয়।