ষ্টাফ রিপোর্টার
ভূরুঙ্গামারীতে জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিতকরন এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করণের লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং-এ সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিতকরন এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করণের লক্ষ্যে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে আলোকপাত করেন জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী। প্রেস ব্রিফিং এ দিনবদলের সনদ ভিশন-২০২১ সাল নাগাদ কেমন বাংলাদেশ দেখতে চাই এমন রুপকল্প সম্পর্কে আরও আলোকপাত করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহারুল ইসলাম। ভূরুঙ্গামারী প্রেস ক্লাব,উপজেলা প্রেস ক্লাব,প্রিন্টমিডিয়া সাংবাদিক ফোরাম ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সমন্বয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় ।