ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্কুল স্যানিটেশন বাস্তবতা ও করণীয় শীর্ষক যৌথ জরিপ (ডিপিএইচই ও সলিডারিটি) শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার উপজেলা প্রশাসনের আয়োজেেন বেসরকারী উন্নয়ন সংস্থা সলিডারিটি-রুরাল ওয়াস প্রকল্পের সহায়তায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(চঃদাঃ) মামুন ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন। উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকনের সভাপতিত্বে স্কুল স্যানিটেশন বাস্তবতা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন সলিডারিটি রুরাল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইয়াছিন মিয়া প্রমুখ। এ সময় উপজেলার সকল চেয়ারম্যান, সরকারী সকল স্টেকহোল্ডার ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।