ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০ (দশ) গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হল আসাদুল হক ও ফজলুল হক।বুধবার (২৪ মে) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড়খাটামারি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, বুধবার দিবগত রাত তিনটার দিকে গোপন সংবাদের উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গ্রামের মৃত শের আলীর পুত্র আবু বক্কর সিদ্দিকের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর থেকে উপজেলার সদর ইউনিয়নের মানিক কাজী গ্রামের নছিমুদিনের পুত্র আসাদুল হক (৫০) ও একই এলাকার ফয়েজ উদ্দিনের পুত্র ফজলুল হক (৩২) কে আটক করে পুলিশ। এসময় আসাদুল হকের হেফাজতে থাকা ৬ গ্রাম ও মোঃ ফজলুল হক এর হেফাজত হতে ৪ গ্রামসহ সর্ব মোট ১০ (দশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।