কলমেঃ প্রসাদ দাশগুপ্ত
গণতন্ত্রের উৎসবে,
চড়া রোদে পুড়েও আমায় ভোটটা দিতে হবে।
বৃষ্টিধারায় ভিজেও আমায় ভোটটা দিতে হবে।
এ যে আমার গণতান্ত্রিক অধিকার,
একশো চল্লিশ কোটির দেশের মহা যজ্ঞের সম্ভার।
এরপরেরটা কী?
ফাঁকি,সবই ফাঁকি!!
প্রতিশ্রুতির কলের গানে বাজতে থাকে গান,
এই সময়ে গরীব মানুষ সবার ভগবান।
ফ্যালফ্যালিয়ে মানুষগুলো চায় এ ওর দিকে,
কয়েকটাদিন দাম বেড়ে যায়, ঘরে পায় শনিকে।
বারেবারে কত খোঁজের পালা,মমতায় ভরা মুখ,
“আর একটা বার দাও গো সুযোগ,এনে দেবো সুখ,
ছেলেটার মুখ শুকনো কেন?খায়নি বুঝি ভাত?
আর দেরি নেই,ভোটের পরেই খুলে যাবে বরাত।”
“আমাকে দেখতে সিনেমা হলে লাগে তোমাদের টাকা,
এখানে দেখো বিনে পয়সায়,কথা দিতে হবে পাকা,
ভোটটা আমায় দিতেই হবে,”দেখছো” যে তার দাম,
জিতলে এসে চা খেয়ে যাবো এ কথা দিয়ে গেলাম,”
“আমি জিতলে সবাই সুযোগ পাবে টিভি চ্যানেলে,
কীগো মা, দিদি,বৌদি,কাকিমা,জেঠিমা সেখানে গেলে,
লাগবে কেমন ভাবতে পারো,ভোটটা দিও তাই,
টিভিতে মুখ দেখাবার এমন সুযোগ আর নাই।”
শুধু চটকদারি,চৌকিদারি, অন্তঃসারশূণ্য,
এ-সব দেখে তিতি বিরক্ত মানুষ এবার ক্ষুণ্ণ।
মানুষের কথা বলবে যারা,থাকবে তাদেরই পাশে,
লোক-দেখানো সোহাগ নয়,যারা সত্যি ভালোবাসে।
যারা সংসদে চ’ড়িয়ে গলা ব’লবে বারেবার,
ফিরিয়ে দিতে হবেই মানুষের হকের অধিকার।