ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটের ৫টি কলেজে একটি মাত্র জিপিএ-৫। আর সেটি ছিনিয়ে নিয়েছে ধরমপুর গ্রামের প্যারালাইসিস দিনমুজুর বাবা রিয়াজুদ্দিন ও মাতা ফাতেমা বেগমের ছেলে মোমিনুল ইসলাম। ভোলাহাট উপজেলার ৫টি কলেজের মধ্যে মাত্র একটি জিপিএ-৫ পেয়েছে মোহবুল্লাহ কলেজ। আর এ কলেজের ছাত্র মোমিনুল। সে চার ভাই-বোনের মধ্যে ২য়। দিন আনা দিন খাওয়া দরিদ্র পিতা-মাতার সংসারে পড়া-লেখা বন্ধ হয়ে যায় ছোটতে। ঠিক তখনি খবর পৌঁছলো উপজেলা উত্তর গেটের পল্লী চিকিৎসক আব্দুস সামাদ টুটুলের কাছে। মোমিনুল তখন ৪র্থ শ্রেনীর ছাত্র। এ সময় পল্লী চিকিৎসক মোমিনুলকে তার ফার্মেসিতে রেখে পড়া-লেখা চালিয়ে যাওয়ার সহায়তা করেন। সে এসএসসিতে জিপিএ-৫ ও এইচএসসিতেও জিপিএ-৫ অর্জন করেছে। মোমিনুল অন্যের ফার্মেসিতে থেকে ভালো ফলাফল করে উচ্চ শিক্ষা অজর্ন করে কর্মস্থানের মাধ্যমে দরিদ্র প্যারালাইসিস পিতার অবলম্বন হতে চাই । সে সকলের দোয়া প্রার্থনা করেছে।