ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে আ’লীগের এমপি মনোনয়ন প্রত্যাশি এ্যাড.আফসার আলী শনিবার দিনব্যাপী বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। দূর্দিনের আ’লীর্গে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের কান্ডারি এ্যাড. আপসার আলী উপজেলার দলদলী, ঘাইবাড়ী, পীরগাছী, মুশরীভূজা, পোল্লাডাংগা, ময়ামারী, মেডিকেল মোড়, বজরাটেক, বড়গাছীসহ বিভিন্ন এলাকা ঘুরে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন এবং নৌকায় ভোট চান। এদিকে ২৫ সেপ্টেম্বর রহনপুরের বিশাল জনসভা সফল করতে সকলকে উপস্থিত হওয়ার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *