ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত একদিনের প্রশিক্ষণ কর্মশালা রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নিকাহ্ রেজিষ্ট্রার কাজীগণ, মসজিদের ইমাম, সাংবাদিকদের নিয়ে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ তৌফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুর ইসলাম, ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, এলসিবিসিই অফিসার শরীফা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও প:প: অফিসার ডাঃ এনামুল হক। অন্যান্যের মধ্যে প্রশ্নোত্তর পর্বে অংশ নেয় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, মশফিকুল ইসলাম তারা, আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুল, ইমাম আব্দুল কাদির, শহিদুল্লাহসহ অন্যরা। একদিনের প্রশিক্ষণের কর্মশালায় কোরআন-হাদিস ও অন্য ধর্মগ্রন্থ থেকে বাল্যবিবাহ প্রতিরোধকল্পে এর সুফল-কুফল সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।