ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রনাঙ্গণের বীরমুক্তিযোদ্ধা সাইফুদ্দিন মাষ্টার ওরফে কাঞ্জু সোমবার দিবাগত রাত প্রায় সাড়ে ৯টার সময় তার বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী ৫ ছেলে ও ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর পরের দিন মঙ্গলবার বিকেল ৪টার সময় দলদলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিক, অফিসার ইনচার্জ মহসীন আলী, এসআই আব্দুল মজিদসহ সঙ্গিয় পুলিশ ফোর্স গার্ড অফ ওর্নার প্রদাণ করেন। পরে বীরমুক্তিযোদ্ধা কাঞ্জুর জানাজায় এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের প্রতিনিধি ও দলদলী ইউনিয়ন কমান্ডার কোরবান আলী ও তার মুক্তিযোদ্ধা সহকর্মীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

বীরমুক্তিযোদ্ধা সাইফুদ্দিন মাষ্টার কাঞ্জুর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরুল ইসলাম লোলো হাজি, চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এস.আই শরীফ, সাধারণ সম্পাদক আবদুল হামিদ সহ অন্যান্য সাংবাদিকগণ তার রুহের মাগফেরাত কামনাসহ তার শোক-সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *