ডেস্ক রিপোর্টঃ
২০ দলীয় জোটের অন্যতম শরীকদল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ১২ ডিসেম্বর শনিবার এক বিবৃতিতে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৩৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ইতিহাসের পাতায় এক উজ্জ্বল নক্ষত্র হয়ে ১৮৮০ সালের এই দিনে মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানী জন্মগ্রহণ করেছিলেন। রাজনীতিতে নির্লোভ এই মহান ব্যক্তিত্ব জীবনের শেষদিন পর্যন্ত ক্ষমতার রাজনীতির বাইরে থেকে জনগণের ভাত ও ভোটের অধিকার রক্ষা করার সংগ্রামে আমরণ সংগ্রাম করে গেছেন। আধিপত্যবাদের বিরুদ্ধে তার সংগ্রাম আমাদের দেশপ্রেম ও জাতীয় চেতনাকে আজো এগিয়ে নিয়ে যায়। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চসহ অজস্র আন্দোলনের অগ্রনায়ক এই ইতিহাসে ক্ষণজন্ম নেতা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হলেও আজ তার জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালন করা হচ্ছে না। ইতিহাসের কালো তালিকায় থাকা বর্তমান আওয়ামী লীগ সরকার নিজেদেরকে নিজেদের ইতিহাস বিকৃতি করে যে ইতিহাস রচনা করেছেন সেই ইতিহাস দেশ ও জনগণের অকল্যাণ ছাড়া কিছুই উপহার দেবে না। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ থেকে আমরা বহুদূরে সরে যাওয়ায় আজ গণতন্ত্রের মহাবিপর্যয় ঘটেছে। দেশে গুম-খুন, সন্ত্রাস, নৈরাজ্য আর মানুষের অধিকার হরণ ছাড়া গণতন্ত্রের কোন সুবাতাস নেই। নির্বাচনের নামে প্রকাশ্যে ভোট ডাকাতি, বিনা ভোটে নির্বাচন বর্তমান ভোটারবিহীন সরকারের চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি আরো বলেন, ভাসানীর আদর্শ অনুসরণ করেই হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য দেশপ্রেমিক সকল নাগরিককে ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী পৌর নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে গ্রহণ করে ভোট ডাকাতদের প্রতিহত করে জাতীয়তাবাদী শক্তির পক্ষের সকল প্রার্থীকে বিজয়ী করে মওলানা ভাসানীর আদর্শকে এগিয়ে নিতে হবে।