ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ফুলবাড়ী উপজেলার মিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় রংপুর বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ এর বিভাগীয় পর্যায়ের বাছাই পর্বে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন, বিভিন্ন উদ্ভাবন, ভাল শিখন সহ সার্বিক বিবেচনায় বিদ্যালয়টিকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে ঘোষনা করা হয়। ফুলবাড়ী উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার অধিকারী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে কুড়িগ্রাম জেলা পর্যায়ের বাছাই পর্ব-২০১৭ এ বিদ্যালয়টি জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছিল।
মিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, বিদ্যালয়ের শিক্ষার্থী সংখা ৩৭০ জন। বর্তমানে এখানে ১০ জন শিক্ষক কর্মরত আছেন। শিক্ষক,অভিভাবক,ম্যানেজিং কমিটি সহ সকলের সহযোগিতায় বিদ্যালয়টি জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় আমি সকলের কাছে কৃতজ্ঞ।