রানীশংকৈল প্রতিনিধিঃ- ঠাকুরগায়ের রানীশংকৈল থানায় শনিবার অফিসার ইনর্চাজ আঃ মান্নানকে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতারা এক স্বেচ্ছাসেবকলীগ নেতার চুরিকৃত মোটরসাইকেল উদ্বারের জন্য মিষ্টি মুখ করিয়েছেন । মিষ্টিমুখ পরবর্তী আলোচনায় ওসি আঃ মান্নান বলেন, আপনারা আমাদের পূর্ণ-সহযোগিতা করলে কাজ করতে অনেক সুবিধা হয়। তাই তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন,স্বেচ্ছাসেকলীগ উপজেলা সম্পাদক সোহেল রানা,দপ্তর সম্পাদক আরথান আলী,সফিকুল ইসলাম,উদ্বার হওয়া মোটরসাইকেলের মালিক ফারুকসহ অনেকে। গত ২৮ এপ্রিল রাতে মোটরসাইকেলটি রাউতনগর ফুলপাড় মসজিদের সামনে থেকে চুরি হয়ে যায়। পরে পুলিশের ব্যাপক তৎপরতায় মোটরসাইকেলটি ৩জুন রাউতনগর জেলেপাড়ায় ফেলে দিয়ে পালিয়ে যায় মোটরসাইকেল চোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন