ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ঃ
যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে ১৮ তম বর্ষপূর্তি ও ১৯তম বর্ষে পদার্পন উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা স্বজন সভাপতি প্রভাষক হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদউর রহমান ইমরান এর পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, প্রেসক্লাব সহ-সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, স্বজন উপদেষ্টা মোঃ আবু তাহের, জাতীয় পার্টির জেলা সভাপতি সৈয়দ সাহাবউদ্দিন আহমদ, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ ও যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক রজত কান্তি গোস্বামী, তমাল ফেরদৌস দুলাল, যুগান্তর বড়লেখা প্রতিনিধি আব্দুর রব, শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন, এম মুহিবুর রহমান মুহিব, সৈয়দ মুহিব ও ফয়ছল আহম্মদ প্রমুখ।
এছাড়াও শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন।