আব্দুল হাকিম রাজ, মৌলভীবাজার ঃ
রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নে গতকাল সন্ধ্যায় ফতেপুর কল্যাণ সংস্থার উদ্যোগে মোকামবাজারস্থ সৈয়দ আব্দুল বারী সুন্নিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ইউনিয়নের ৬১ জন কোরআনে হাফেজকে সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করা হয়।
আজিজুর রহমান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ নাজমুস সাকিব, বাংলাভিশন টেলিভিশনের বিজয়ী হাফেজ আবু সুফিয়ান মোঃ নাছিম ও রাজনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জুনেদ আহমদ শিপু, নৌশাদ চৌধুরী, জাকির হোসেন শিমুল, রজব আলী, সাংবাদিক আব্দুল হাকিম রাজ, জেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক আহমদউর রহমান ইমরান ও সাংবাদিক মতিউর রহমান প্রমুখ।
ব্যতিক্রমী ওই অনুষ্টানে হাফেজ নাজমুস সাকিব এর তেলাওয়াত শুনার জন্য জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার লোকের সমাগম ঘটে। মধুর সুরে পবিত্র কোরআন এর তেলাওয়াত শুনেন ধর্মপ্রাণ হাজার হাজার মুসলিম জনতা।