রাণীশংকৈল প্রতিনিধি ঃ
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল থানা পুলিশ ৭ পিস ইয়াবাহ সহ বেকারী শ্রমিক আফরোজ খান (৩৬) কে সোমবার বিকালে আটক করে। থানা সুত্রমতে, মোহাম্মদপুর ঢাকার আইয়ুব খানের ছেলে আফরোজ সোমবার উপজেলার আরডিআরএস অফিস এলাকার আতাউরের বাড়িতে সেবনের সময় ৭ পিস ইয়াবাহ সহ আটক হয়। এসআই সাজাহান তাকে আটক করে তার বিরুদ্ধে মাদক/চোরাচালান বিরোধী মামলা দায়ের করেন। মামলা নং ২৫। আফরোজ খান পৌর শহরের রংপুর বেকারীর নিয়মিত একজন শ্রমিক।
উল্লেখ্য, রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আঃ মান্নান গত ৯ই মে’১৭ যোগদানের পর থেকে ৩১ জুলাই পর্যন্ত মাদক/চোরাচালান বিরোধী ৫৫টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আটক হয় ৫৯জন এবং ১৬৯ পিস ইয়াবাহ, ৫৫৮বোতল ফেন্সিডিল ও ২ কেজি ৪৩০ গ্রাম গাঁজা আটক করা হয়।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান তথ্যাবলির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক/চোরাচালান বিরোধী আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *