রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে কুলিক নদীতে গোসল করতে গিয়ে সাজু নামে দশ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের বেলতলী পদমপুর এলাকায় কুলিক নদীতে গোসল করতে গিয়ে ডুবে ওই শিশুর মৃত্যু হয়।
মৃত সাজু উপজেলার বেলতলী পদমপুর এলাকার আব্দুল আলিম ও নার্গিস দম্পতির দ্বিতীয় ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চাচাতো ভাই নাজিমের সঙ্গে কুলিক নদীতে গোসল করতে গিয়ে সাজু গোসল করার সময় একপর্যায়ে সে বেশি পানিতে ডুবে যায়। তার চাচাতো ভাই তাকে দেখে চিৎকার করিতে থাকলে পরে স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মহসিন আলী বলেন,পরিবারের কোনো অভিযোগ না থাকাই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।