রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার সকল স্কুল কলেজ মাদ্রাসয় জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রথম শ্রেণির শিক্ষা প্রতিষ্ঠান রাণীশংকৈল ডিগ্রী কলেজ, পাইলট উচ্চ বিদ্যালয, ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবাদতাকিয়া দাখিল মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা কর্মসূচী পালন করা হয়েছে। দেশে জঙ্গীবাদ ও সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ায় সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। মর্মে সরকারি কর্মসূচীর আওতায় এ কর্মসূচী গ্রহণ করেন সকল শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধিমহল।