রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঃ
ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে মঙ্গলবার সকালে ৫টি সেলাই মেশিন ও বিভিন্ন মসজিদ -মন্দিরে এক লক্ষ বিশ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। প্রাপ্ত তথ্যমতে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ঠাকুরগাও-৩ নির্বাচনী এলাকার ৫ জন কর্মমুখী মহিলাকে ৫টি সেলাই মেশিন ঠাকুরগাও-৩ আসনের এমপি অধ্যাপক মোঃ ইয়াসিন আলীর ব্যক্তিগত কার্যালয়ে বিতরণ করা হয়। এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোর্শেদ আলী খান, সাবেক প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদিন, উপজেলা আ’লীগের কৃষক লীগ নেতা মোশাররফ হোসেন বুলু সহ স্থাণীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসানের কার্যালয়ে ঠাকুরগাও-৩ নির্বাচনী এলাকার ৬টি মসজিদ ও ১টি মন্দিরে এক লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় স্থাণীয় সাংসদ ও ইউএনও’র উপস্থিতিতে এ অর্থ প্রদান করা হয়।