রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ইটভাটায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়৷ জানা গেছে রানীশংকৈল উপজেলার বিষ্ণপুর এমএনবি ইটভাটা থেকে ১৮ই জানুয়ারি ২০২৩ইং রোজ বুধবার রানা (২৮) নামের ট্রলিচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রানা উপজেলার বিষ্ণপুর জোসনা মার্কেট এলাকার জিয়ারুল হকের ছেলে। স্থানীয়রা জানায়,রানা ওই ইটভাটায় দীর্ঘদিন ধরে ট্রলি চালাত। মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। বুধবার সকালে তার মরাদেহ ভাটায় পড়ে থাকতে দেখা যায়।এদিকে ইটভাটার ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, সকালে ইটভাটার দক্ষিণ পাশে মাটির স্তূপের পশ্চিম কোনায় রানার মরদহ পড়ে থাকতে দেখে শ্রমিকরা চেঁচামেচি শুরু করেন। পরে রানার বাড়ির লোকজনকে খবর দিলে তারা এসে লাশ বাড়িতে নিয়ে যায়।

খবর পেয়ে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফানুর সহ সহকারি পুলিশ সুপার কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান,সুরতহাল প্রতিবেদনে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *