রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলা নুনতোর চেংমারী গ্রামে গত ২২র্মাচ দিবালোকে একই এলাকার বিবাদী মফিজুলের পুত্র ১.সফিকুল ইসলামের (৫০) হুকুমে ২.রাইসউদ্দীন(২০) ৩.জসিম(৩২) ৪.আজিজুর (৩৫)৫. আজিম (২৫) ৬. আঃ রহিম প্রকাশে দা ,কুরাল করাত দিয়ে নালিশি তফশিল ভুক্ত খতিয়ান নং ৫০৮/১৫৪ ,দাগ নং ১০৬৭৩ যার জমির পরিমান ৫০শতক জমির উপর বিভিন্ন প্রজাতির গাছ নিবিচারে কর্তন করে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে । যা আইন কে বৃন্ধাগুলি দেখিয়ে উক্ত বিবাদীরা দাঙা বাজ মামলা বাজ পরলোভি পর ক্ষতি সাধন কারী , সমাজের অন্যায় কাজ করতে কাওকে তোয়াক্কা করেনা । এদিকে সিআর ৪৮/১৫ মামলাটি ঠাকুগাঁও জজকোটে ২০১৪সালে উক্ত বিবাদী নালিশি জমির গাছ কাটার একটি মিথ্যো মামলা অনায়ন করেন উক্ত মামলাটি অদ্যাবধি বিঙ সিনিয়র জুটিসিয়াল ম্যাজিওষ্ট্রেট আমলী আদালতে চলছে । অপর দিকে উক্ত দুবৃওরা কোটের আইনকে অম্যান্য নালিশি জমির উপর থাকা বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে ক্ষমতাসিন হয়েছে যা আইনের কাছে অপরাধি । এবিষয়ে গত২২র্মাচ রানীশংকৈল থানায় উক্ত মামলার তথ্য সহ বাদী নজরুল ইসলাম লিখিত অভিযোগ করেন উক্ত অভিযোগের ভিতিতে থানার এস আই তাজরুল ইসলাম ঘটনা স্থললে গিয়ে দেখেন নালিশি জমির বিভিন্ন প্রজাতির গাছ কেটে সাবার করে ফেরে রেখেছে , এবং তদন্তে তিনি সাংবাদিকে জানান ঘটনাটি সত্য । এবিষয়ে ২৩র্মাচ দুপুর ১২টার সময় সাংবাদিকরা ঘটনাস্থল পরির্দশন করে সত্যতা পান । এব্যাপারে উক্ত ওয়ান্ডের ইউপির সদস্য মহির ও আবুল কাসেম জানান উক্ত ঘটনাটি সত্য । এলাকাবাসী সুতে জানা যায় উক্ত গাছ গুলি উদ্ধ্যার করে প্রসাশনের হেফাজতে নেওয়ার জন্য জোর দাবী জানান
এ বিষয়ে রাণীশংকৈল থানা তদন্ত ওসি মোঃ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান ঘটনাটি সত্য, দোষিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে রাণীশংকৈল থানা তদন্ত ওসি মোঃ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান ঘটনাটি সত্য, দোষিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।