এ,কে,এম হাসানুজ্জামান – এশিয়ান বাংলা নিউজ
রৌমারীতে পরকীয়া প্রেমের জেরে সুমন (২২)কে সু-পরিকল্পিতভাবে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীসহ সহযোগীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার দিনগত মধ্যরাতে রৌমারীর বড়াইবাড়ি গ্রামে। নিহত সুমন ওই গ্রামের মোতালেবের ছেলে।
নিহতের বাবা বাদী হয়ে সোমা খাতুনসহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে, ঘটনায় জড়িত থাকার অপরাধে স্ত্রী সোমা খাতুন (১৮) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের মোতালেবের ছেলে সুমনের সাথে পার্শ্ববর্তী কলাবাড়ি গ্রামের শুকুর আলীর মেয়ে সোমা খাতুনের সাথে ৪ মাস আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই সোমা খাতুন পরকিয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন , এক পর্যায়ে সোমা নিজেও ফাঁসি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ব্যার্থহন। পরবর্তীতে পরকীয়া প্রেমিক সহ অন্যদের সাথে যোগসাজশ করে হত্যাকাণ্ড ঘটায় বলে জানা গেছে।পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রৌমারী থানা অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে দিয়ে জানতে পারি আত্মহত্যা নয় পরকীয়ার কারণে হত্যাকাণ্ড ঘটেছে, মৃত ব্যক্তির বাবার অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন