নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কৃতিসন্তান কবি মু’আ রাজ্জাক। তিনি একাধারে বিশিষ্ট হোমিও চিকিৎসক, সাংস্কৃতিক সংগঠক, নাট্যকার, লেখক ও প্রবন্ধকার ছিলেন। ৭৮বছর বয়সে লিভার সিরোসিস ও কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে তিনি আজ সকাল ৮ টা ৩০ মিনিটে রৌমারী বাজারস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অদ্য বাদ আছর রৌমারী কেরামতিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে রৌমারী কেন্দ্রীয় কবর স্থানে সমাধীস্থ করা হয় বলে জানিয়েছেন তার বড়ছেলে মো: মশিউর রহমান পলাশ।
মরহুম কবি মুআ রাজ্জাক এর মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ও সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
শোক প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, বানিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব দীপঙ্কর রায় (সাবেক ইউএনও রৌমারী), রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, দৈনিক প্রথমআলো কুড়িগ্রাম জেলা প্রতিনিধি শফিখান, বীর মুক্তিযোদ্ধা ও গণপ্রহরী পত্রিকার সম্পাদক এসকে মজিদ মুকুল, গণকমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম, সাধারণ সম্পাদক ও সাংবাদিক এস,এম,এ মোমেন, সলিডারিটির নির্বাহী পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, জাগরন সাহিত্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মজনূ, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক ছামাদ খাঁন, প্রয়াস নাট্য সংসদের পরিচালক ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সভাপতি রৌমারী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এম আর ফেরদৌস, সাংবাদিক রফিকুল ইসলাম সাজু, রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান তারা, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক মিজানুর রহমান মিনু, দর্পণ নাট্য সংসদের পরিচালক ও নাট্যঅভিনেতা জুয়েল চৌধুরীসহ বিভিন্ন, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।