লালমনিরহাট প্রতিনিধিঃ
” গাছে গাছে ভরবো দেশ – আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই স্লোগানে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচরী’২৩ উপলক্ষে গ্রামীণ ব্যাংক এর উদ্যোগে লালমনিরহাটে বিভিন্ন প্রজাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে গ্রানীণ ব্যাংক আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী শাখা প্রাঙ্গনে সংস্থার ত্রৈমাসিক কেন্দ্র প্রধান বৈঠক শেষে ওই গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন, গ্রামীন ব্যাংক রংপুর জোনাল অফিসের জোনাল ম্যানেজার (এজিএম) সৌমিত্র কুমার মন্ডল। এসময় আদিতমারী এড়িয়া অফিসের এড়িয়া ম্যানেজার (এসপিও) আব্দুল্লাহ আল মামুন, গ্রামীন ব্যাংক সাপ্টিবাড়ী শাখার শাখা ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার মোঃ কুদ্দুস আলীসহ শাখার সকল কর্মকর্কতা, কর্মচারী ও গ্রামীন ব্যাংকের ৬৮টি কেন্দ্রের কেন্দ্র প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত কেন্দ্র প্রধানগণের মাঝে কয়েকটি করে বিভিন্ন প্রজাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *