লালমনিরহাট প্রতিনিধিঃ
সুস্থ সমাজ আমাদের অঙ্গীকার। ঐক্যজোটে করবো কাজ, বদলে দেবো এই সমাজ, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে লালমনিরহাটের ঐতিহ্যবাহী রেলওয়ে সেবক সংঘ ক্লাবের আয়োজনে, তরুন সংগঠক ও ক্রীড়ামোদি মঈনুল ইসলাম সুজনের সার্বিক সহযোগিতায়, নাহিদ সৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২১ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে
২৪ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে লালমনিরহাট সাহেবপাড়া (বড়মসজিদ) সংলগ্ন মাঠে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন মৃত নাহিদের বাবা, নবিয়ার হোসেন ও মা দুলালী বেগম।
উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলওয়ে সেবক সংঘ ক্লাবের সভাপতি, আলহাজ্ব শেখ শাহআলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শাহসহ ক্লাবের প্রাক্তন খেলোয়াড়বৃন্দ। নাহিদ সৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর উদ্বোধনী খেলায় অংশ গ্রহনকারী ৪টি দল-অষ্টরাজ এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, গ্রীন ড্রাগন ও এলিগেন্ট এইট।
উদ্বোধনী খেলায় অষ্টরাজ এক্সপ্রেস ৬/১ গোলে দুরন্ত এক্সপ্রেসকে পরাজিত করে।

উল্লেখ্য যে, উক্ত টুর্নামেন্ট উপলক্ষে আকর্ষণীয় লটারীর আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন