রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

হৃদ‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন রাজীবপুর উপজেলার বিশিষ্ট ক্রীড়াবিদ ও ঔষধ ব্যবসায়ী মোঃখোরশেদ আলম।

বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি খোরশেদ ডাক্তার নামেই পরিচিত ছিলেন সকলের কাছে। ফুটবল খেলোয়ার ও রেফারি হিসেবে অসাধারণ দক্ষতা ছিলো তার।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই আবুল কালাম। তিনি বলেন, বুধবার রাতে হঠাৎ করেই তিনি বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পরেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নিয়ে যাওয়ার সময় শারীরিক অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই রাত ২ টায় মৃত্যু বরণ করেন তিনি।

বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজীবপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

খোরশেদ আলমের মৃত্যুতে শোক জানিয়েছেন,উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ,উপজেলা ক্রীড়া সংস্থা, বণিক সমিতি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মৃত্যু কালে তিনি স্ত্রী সন্তান নাতি নাতনি সহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *