এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুর সদর উপজেলার শরিফপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, আনন্দ র্যালী, দোয়া মাহফিল ও তবারক বিতরণের মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। ১৭ মার্চ বুধবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
বাংলাদেশ আওয়ামী লীগ শরিফপুর ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদরের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান মুক্তা ও জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করেন নেতৃবৃন্দ। এসময় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।