মোঃ শাহজালাল দেওয়ান : টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেত এন্ড কলেজের উদ্যোগে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে। জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পন, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান । গতকাল বুধবার শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রভাতী শাখার সহকারী প্রধান জাহান আরা বেগম, দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, প্রভাষক মহসিন মিয়া, রফিকুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, নাসরিন মমতাজ, নিলিমা আক্তার, খাদিজা আক্তার তামান্না, সিনিয়র শিক্ষক হাজী মো: আলতাফ হোসেন, সুরুজ্জামান মাষ্টার, আশরাফ আলী, গুলজার হোসেন, চৌধুরী আশরাফ হোসেন, সাবিয়া সুলতানা, জাকির হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বঙ্গবন্ধুর অতীত ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের স্মরণে ও জেলখানায় জাতীয় চার নেতা রুহের মাগফিরত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *