মোরশেদ মন্ডল , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বজ্রপাতে পৃথক ভাবে ২ কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে যথাক্রমে সাপাহার উপজেলার গোডাউন পাড়া ও তাঁতইর গ্রামে।
জানা গেছে, রোববার দুপুরে উপজেলার গোডাউন পাড়া গ্রামের ইছাহাক আলীর ছেলে শফিকুল ইসলাম (১৩) বজ্রপাতের শিকার হয়। এসময় তাৎক্ষণিক ভাবে হাসপটাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
অপর দিকে উপজেলার তাঁতইর গ্রামের আফজাল হোসেনের ছেলে বাড়ীর পাশে স্কুল মাঠে খেলার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।
এ ব্যাপারে সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বজ্রপাতে দুই কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *