লালমনিরহাট প্রতিনিধি
সারাদেশের ন্যায় রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে লালমনিরহাটের সদর উপজেলা শিক্ষা অফিসসহ সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচী-১৭ পালিত হয়। বেলা ১২টা হতে দুপুর ১ টা পর্যন্ত এ বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহণ করেন, লালমনিরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার, সহকরী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দসহ উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার জনাব রিজওয়ানুল হক জানান, প্রাথমিক শিক্ষা পরিবারের সকল পর্যায়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানে একযোগে অন্তত ১টি করে বৃক্ষরোপন করলে দেশে প্রায় ৪ লক্ষ বৃক্ষরোপন করা সম্ভব। দেশের মানবসম্পদ উন্নয়নের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিশেষ ভূমিকা পালন করে আসছে। আর এ লক্ষ্যেই বর্তমানে বৃক্ষরোপন মৌশুমেু মানবসম্পদ উন্নয়নের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষরোপন কর্মসূচী পালনের উদাত্ত আহবানের প্রেক্ষিতে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক এ বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়।