মোঃ হাসান আলী (সিরাজগঞ্জ প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।
রবিবার (২৬ নবেম্বর) এই তালিকায় সিরাজগঞ্জ-২ আসন থেকে জান্নাত আরা তালুকদার হেনরীর নৌকার মাঝি হিসেবে ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন কমিটি।
এদিকে জান্নাত আরা তালুকদার হেনরীর নাম ঘোষণা করায় তার সমর্থকেরা উচ্ছাস প্রকাশ করে শহরে খন্ড খন্ড মিছিল করে।এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহান সৃষ্টি কর্তার প্রতি শুকরিয়া আদায় করে স্ট্যাটাস দিয়েছেন অনেক। কোথাও কোথাও মিষ্টি খাওয়া ও বিতরণ করতে দেখা গেছে।
এবার বিভিন্ন আসনে নতুন মুখ যেমন এসেছেন, তেমনি বাদও পড়েছেন পুরোনো বিতর্কিতরা। তবে জনগণের ভোটে বিজয়ী হতে পারবেন এমন প্রার্থীদের কাউকেই বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছে দলের বিভিন্ন সূত্র।
গত বৃহস্পতিবার সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। সেদিন রংপুর ও রাজশাহী বিভাগের ৭২টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়।