মোঃ হাসান আলী (সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জের প্রাথমিকের ১৬৭১ ও মাধ্যমিক স্তরের ৫৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান দু’দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম আব্দুর রহমান বলেন, শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি আবহাওয়া অফিসের হিসেব অনুযায়ী তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে আসায় জেলার মোট ১৬৭১ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অফিসিয়াল কার্যক্রম চলমান থাকবে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আফসার আলী বলেন, সোমবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি অঞ্চলে তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এজন্য জেলার সবগুলো মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।