আব্দুল সাত্তার চট্টগ্রাম প্রতিনিধি
সুনামগঞ্জের বন্যায় অসহায় ও দূর্গত মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়ার জন্য চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর উদ্যোগে ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম ও জহুরুল আলম জসীমের নেতৃত্বে একটি টিম সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা করেন। বন্যায় দূর্গত অসহায় জনসাধারনের মাঝে বিতরণের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল এই প্যাকটজাত শুকন খাদ্য সামগ্রী সুনামগঞ্জ জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করবেন। চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী পক্ষে তিনি উক্ত খাদ্য সমগ্রী এলাকায় বিতরণ করবেন। সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী আজ বুধবার বিকেলে আন্দরকিল্লা পুরাতন নগর ভবন চত্বরে তাদের বিদায় জানান। সে সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব গাজী শফিউল আজিম, মেয়রের একন্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ।
উল্লেখ্য ইতোপূর্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে সিলেট ও সুনাগঞ্জের বন্যার্ত অসহায় জনসাধারণের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। মেয়র সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা ও বিত্তবানদের সারাদেশের বন্যাকবলিত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।