বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের কচুয়ার এক অসুস্থ দিন মজুর এর বর্তমানে টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে বিত্তবানদের সহায়তা চেয়েছেন। কচুয়া উপজেলার বাধাল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে সোবাহান শেখ দিন মজুরের কাজ করতেন। প্রায় ৬ মাস আগে বিদ্যুতের সক লেগে তার ডান পা অকেজো হয়ে যায়। খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করিয়েছেন এবং বর্তমানে চিকিৎসা চলমান আছে।
এপর্যন্ত চিকিৎসা করাতে দরিদ্র পরিবারের অনেক আর্থিক খরচ হয়েছে। চিকিৎসকরা বলেছেন তার উন্নত চিকিৎসা করানো প্রয়োজন। বর্তমানে মহামারি করোনার কারনে কোন ধরনের আয় করতে পারছেন না। গরিব এ মানুষটির ব্যায় ভার বহন করা দুরুহ হয়ে পড়েছে। তাই তার জীবন বাঁচাতে আর্থিক সাহায্য দরকার। স্ব-হৃদয়বান ব্যক্তিদের কাছে তিনি তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা কামনা করছেন। সাহায্য পাঠানোর মাধ্যম- ব্যাংক একাউন্ট নাম্বার:-বাংলাদেশ কৃষি ব্যাংক, বাধাল বাজার শাখা, কচুয়া, বাগেরহাট, হিসাব নং-৮৭২১/৮০,বিকাশ নাম্বার:- ০১৮৬১৩০৩১১৬ (পার্সোনাল)।