আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ
এসএসসিতে ফেল করায় মৌলভীবাজার ফিউচার ব্রাইট স্কুলের ও নুরুল ইসলাম এর কন্যা সাদিয়া ইসলাম ডানা (১৮) নামে এক ছাত্রী ১৪ মে রাতে আত্মহত্যা করেছে। সাদিয়ার মামা আলী মিয়া জানান- মাধ্যমিক পরীক্ষায় অংক ও ইংরেজীর রেজাল্ট খারাপ হওয়ায় অনেক কান্নাকাটি করে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। রাতে পরিবারের সকলের সঙ্গে খাবার খেয়ে তার নিজ রুমে গিয়ে বিষপান করলে পরিবারের লোকজন তা টের পেয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।