নাজমুল হুদা পারভজেঃ
গতকাল বুধবার কুড়িগ্রামের চিলমারীতে পুষ্টি- মেধা -দারিদ্র্য- বিনোদন, এই স্লোগানকে সামনে রেখে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় প্রাণিসম্পদ উন্নয়ন, নতুন প্রযুক্তি সম্প্রসারণ সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন ধরনের পশু, পাখি ও ঘাসের প্রদর্শন করা হয়।

সকালে উপজেলার চিলমারী সরকারি কলেজ মাঠে প্রদর্শনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকারী বীর বিক্রম।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ রাশেদুল হক,উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ অফিসার ডা: মাহফুজ বিন সামস্, উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষান দাশ, উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ তাহের আলী।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল আয়োজিত এই প্রদর্শনী মেলায় মোট ৪৪টি স্টল অংশ গ্রহণ করে। মেলায় বিভিন্ন জাতের প্রাণি, পাখি ও উন্নত জাতের ঘাস প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *