আপেল বসুনীয়া, চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারী জেলার চিলাহাটিতে শোয়ার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আনোয়ার (৩৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। ঘটনাটি গতকাল মঙ্গলবার চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিওপি বাজার এলাকায় ঘটেছে। নিহত ব্যক্তি ওই এলাকার আবু তাহেরের ছেলে। স্থানীয়রা জানান- নিহত আনোয়ার তার খালাতো বোনের সাথে সম্পর্ক করে বিয়ে করেন। আনোয়ারের বাবা-মা ছেলের বউকে মেনে নেননি। এভাবে আনোয়ারের বাড়ীতে ৩ মাস ঘর সংসারের পর তার স্ত্রী রাগ করে বাবার বাড়ী চলে যায়। আনোয়ার তার স্ত্রীকে তার বাড়িতে আনার চেষ্টায় ব্যর্থ হয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা মর্গে পাঠানো হয়েছে।