নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় অফিস ও নাগেশ্বরী উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ২২ ফেব্রুয়ারী বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার সময় অভিযানে বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণ না করে ২ টি ওজন ও পরিমাপ যন্ত্র ব্যাবহার করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮ এর ৩২(১) ধারায় নাগেশ্বরী বাজার রোডের স্ক্রু,তারকাটা ও টিনের দোকান মেসার্স মাইমুন ট্রেডার্স কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পাশাপাশি ২ টি প্রতিষ্ঠানকে ভেরিফিকেশন সনদ গ্রহণ করে ব্যাবসা পরিচালনার জন্য বলা হয়েছে। মোবাইল কোর্টটি পরিচালনা করেন আহমেদ সাদাত, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি), নাগেশ্বরী, কুড়িগ্রাম।প্রসিকিউটর ছিলেন জনাব মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার ( সিএম) ও জনাব প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর। বিএসটিআইয়ের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *