নিজস্ব প্রতিবেদক ॥ জ্বালাও-পোড়াও, মানুষ খুনের রাজনীতির জন্য কুষ্টিয়া শহরের ১৯ নং ওয়ার্ড বিএনপি থেকে একযোগে ৭৮ নেতাকর্মী গতকাল পদত্যাগ করেছেন। বিবৃতিতে পদত্যাগীরা বলেন, বিএনপির রাজনীতি মানুষ খুনের রাজনীতি, জ্বালাও পোড়াও ধ্বংসের রাজনীতি। যে রাজনীতি মানুষের কল্যানে না এসে জানমালের হুমকি হয়ে দাঁড়ায় সেই রাজনীতি আমরা প্রত্যাখ্যান করলাম। বিবৃতির মাধ্যমে বিএনপি থেকে পদত্যাগ করেন, মুস্তাফিজুর রহমান মিলন পিতা আব্দুল মাজেদ বাচ্চু, আজিজুল ইসলাম খান পিতা মিনহাজউদ্দিন, ফিরোজ আহম্মেদ পিতা মতিয়ার রহমান হাবু, লিটন শেখ পিতা নূরউদ্দিন শেখ, শামসুল আলম বাবু পিতা ইছাহক আলী, আবু জাফর পিতা শাকের আলী, আনারুল ইসলাম পিতা বিল্লাল হোসেন, নাজিমউদ্দিন শেখ পিতা তমিজ উদ্দিন, বাবু সরদার পিতা গনির উদ্দিন শেখ, শহিদুল ইসলাম, আনিসুর রহমান পিতা মোয়াজ্জেম হোসেন, কহিনুর, আমিরুল ইসলাম পিতা মিনহাজ উদ্দিন, শাহাবুল ইসলাম পিতা মিনহাজ উদ্দিন, মিরাজুল ইসলাম পিতা শাকের আলী, দুলাল হোসেন পিতা শাকের আলী, রবি পিতা আলাল শেখ, জীবন পিতা আনছারুল ইসলাম, আনিসুর পিতা মন্টু শেখ, পারভেজ পিতা রফিক, শহিদ আলী কটা পিতা নূর হোসেন, রনি আহমেদ পিতা সামছুল আলম বাবু, জনি আহমেদ পিতা সামছুল আলম বাবু, সাগর পিতা হারুন প্ররামানিক, সুজন পিতা হারুন প্ররামানিক, রাব্বি পিতা হাবিবুর রহমান, রকিবুল ইসলাম পিতা ইছাহক আলী, সোহেল আহমেদ পিতা সহিদুল ইসলাম, রানা পিতা সহিদুল ইসলাম, রবিন পিতা রকিবুল ইসলাম, আব্দুল জলিল পিতা গহর আলী শেখ, সাজেদুল ইসলাম পিতা রিজাউল ইসলাম, বাবুল শেখ পিতা শাজাহান আলী, খন্দকার জিহাদ পিতা মুস্তাফিজুর রহমান, মারুফ খন্দকার পিতা খন্দকার মতিউর রহমান, আব্দুর শুকুর পিতা নূও উদ্দিন শেখ, লাল্টু শেখ পিতা নূরউদ্দিন শেখ, সুজন আলী পিতা আবুল কালাম, নিশাত পিতা আব্দুল জলিল, রকিব পিতা আব্দুল করিম, আব্দুর রহিম পিতা সাম শেখ, আলম শেখ পিতা সাম শেখ, সাজাহান শেখ পিতা শহিদুল শেখ, মহিরুল শেখ পিতা বাবু সরদার, দিদার বকস পিতা বয়াতি, আরিফ শেখ পিতা আব্দুর রহিম, হিসাব ফকির পিতা নছির উদ্দিন ফকির, রাজু শেখ পিতা নাজিম উদ্দিন শেখ, হাবিব শাহ, সাগর আলী পিতা বন্ধু, আব্দুর রশিদ পিতা করিম মল্লিক, সেকেন পিতা অহেদ আলী, আলম ড্রাইভার ২ পিতা আনছার বিশ্বাস, আলাল শেখ পিতা দলিল শেখ, মুন্না পিতা রহিত আলী, জিয়া পিতা শহিদুল ইসলাম, চাঁদ আলী পিতা রবিউল ইসলাম, আলামিন ফকির পিতা হিসাব ফকির, আকাশ আলী পিতা আজিজুর রহমান, আনিছুর রহমান পিতা খলিল উদ্দিন, চাঁদ আলী পিতা ফয়লা, কুরবান আলী পিতা আব্দুল মতিন, নজিম পিতা নাদের আলী, কায়োম পিতা আজাহার মুন্সি, সাইফুল ইসলাম পিতা আব্দুল মতিন, মনোয়ার হোসেন পিতা কাউসার মন্ডল, অনোয়ার হোসেন পিতা কাউসার মন্ডল, নাইম হোসেন পিতা মহম্মদ আলী, সনিক পিতা লিটন, ফিরোজ পিতা মোস্তফা আলম, বিপ্লব, শাওন পিতা বিল্লাল হোসেন, শোভন, হোসেন পিতা নাজিম উদ্দিন, কবির, নূও পিতা বাবু লাল, নাহিদ পিতা মোতালেব আলী ও ফরিদ শেখ পিতা অছেল আলী।