ফারহানা আক্তার,, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের মাদাই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে মোটরসাইকেল চালক মাহফুজার রহমান (৪০) নিহত হয়েছে। আহত হয়েছে একই গ্রামের আফতাব হোসেনের ছেলে আরিফুল ইসলাম (২৪)।
কালাই-বগুড়া মহাসড়কের ঠুসিগাড়ি এমআর ফিলিং স্টেশন সংলগ্ন রাস্তায় শনিবার ২৫ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টার সময় সাইকেল ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে এ দূ্র্ঘটনা ঘটে।
আহত আরিফুল ইসলাম কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অপরদিকে সাইকেল চালক পৌরসভার থুপসাড়া মহল্লার মুকুল হোসেন (৫০) গুরুতর আহত হওয়ায় তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সুজয় সাহা।