ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট পাঁচ বিবিতে ভ্যানে করে হিমাগারে আলু নিয়ে যাওয়ার সময় শ্যামলী পরিবহণের ধাক্কায় ফারুক হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক পাঁচববিবি উপজেলার আটাপুর ইউনিয়নের গলাকাটা গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে। এসময় একই গ্রামের মৃত কোবাদ হোসেনের ছেলে ভ্যান চালক বাবু হোসেন(৩২) গুরুত্বর আহত জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার (২৪ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে জয়পুরহাট সদর উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের গতনশহর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, সকালে গলাকাটা গ্রামের বাবুর ভ্যানে করে হিমাগারে আলু রাখার জন্য যাচ্ছিল। জয়পুরহাট-হিলি সড়কের গতনশহর নামক স্থানে ভ্যান পৌছিলে হঠাৎ ভ্যানের এক্সেল ভেঙ্গে রাস্তায় মাঝখানে পড়ে যায়। একই সময় হিলিগামী শ্যামলী পরিবহণ
দ্রুত বেগে আসায় পড়ে যাওয়া ভ্যানে ধাক্কা দেয়। ফলে ভ্যানে রাখা আলুর বস্তার উপরে থাকা ফারুক হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এতে ভ্যান চালক আহত হলে তাকে দ্রæত জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়।
জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম ঘটন্যার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *