নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়ন পরিদর্শনে গেলেন জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান,সদর উপজেলার ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ বনি আমিন সরকার।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন ।
পরে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পের কাগজ পত্র দেখে সন্তোষ প্রকাশ করেন এবং স্বাক্ষর বহিতে মন্তব্য প্রকাশ করেন বলে জানান ইউপি চেয়ারম্যান মোঃ বনি আমিন সরকার।
জেলা প্রশাসকের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ,ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যসহ কর্মচারীবৃন্দ আনন্দিত হন বলে মুঠোফোনে এ কথা জানান ইউপি চেয়ারম্যান বনি আমিন সরকার।