বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
বাংলা অনলাইন নিউজ পোর্টাল ‘বাঘা নিউজ ডটকম’র প্রকাশক ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি, দৈনিক যায়যায়দিন, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধি সাংবাদিক সেলিম আহম্মেদ ভান্ডারীর একমাত্র মেয়ে শাবনাব আক্তার (সুরভী)’র ৭ম বার্ষিকী জন্মদিন পালন করা হয়েছে। রোববার রাতে নিজ বাসায় আনুষ্ঠিকতার মাধ্যমে কেক কেটে পালন করা হয় সুরভীর জন্মদিন। অনুষ্টানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী ডাঃ নূরুজ্জামান মাইজ ভান্ডারী (কেঃ কাঃ), সুরতরঙ্গ বিদ্যানিকেতন সঙ্গীত বিদ্যালয়ের সহ-পরিচালক সঙ্গীত শিল্পী ডাঃ গোলাম পাঞ্জাতন, শারমিন সুলতানা পান্না, ফারহানা ইয়াসমিন তমা, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দীন, আতাউর রহমান মামুন, সেকেন্দার বাদশাসহ নিকটতম আত্মীয় স্বজন। জাকজমকপূর্ন অনুষ্ঠান শেষে শাবনাব আক্তার (সুরভী) নিজে তার জন্মদিনের কেক কাটে। উক্ত অনুষ্ঠানে সুরভীর বাবা সেলিম আহম্মেদ ভান্ডারী, মা সোনিয়া আহম্মেদ, দাদী, নানা, নানীসহ আত্মীয় স্বজন তার উচ্চ শিক্ষা ও দীর্ঘায়ু জীবন কামনা করে সকলের কাছে দোয়া প্রর্থনা করেন