খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা ও চিরিরবন্দর দিয়ে বয়ে যাওয়া বেলান নদীর খনন কাজ শুরু করায় দুই উপজেলার হাজার হাজার কৃষকের স্বপ্ন পূরণের আশায় তারা খুশি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দুপুরে উপজেলার কাচিনীয়া বাজার বেলান খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অধীনে জাইকা ও এলজিইডির ৬ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে কাচিনীয়া বাজার বেলান নদী উপ-প্রকল্প এর আওতায় চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া বৈকুন্ঠপুর এলাকায় চেইনেজ ০+০০০ কি.মি. থেকে ৮+৮০০ কি.মি. পর্যন্ত খনন কাজ উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। এর মাসখানেক আগে খানসামা উপজেলায় তিনি বেলান নদী খনন কাজের উদ্বোধন করেন।

প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প ২য় পর্যায়ের আওতায় বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর যৌথ অর্থায়নে ও এলজিইডি’র বাস্তবায়নে বেলান নদী, মরা খাল ও শাখা খাল মিলে মোট ১১ কিলোমিটার নদী ৬ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে খনন কাজ সম্পন্ন করা হবে। এই নদী খননের ফলে কৃষি, মৎস্য চাষ, হাঁস পালন, আর্থ-সামাজিক উন্নয়ন ও ফসল উৎপাদনে সুবিধা পাবে চাষিরা।

চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, খানসামা উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার খালিদ আহসান, চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ, খানসামা থানার চিত্তরঞ্জন রায়, খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, উপজেলা প্রকৌশলী ওবায়দুর রহমান, কাচিনীয়া বাজার বেলান খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *