ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
গতকাল ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভুরুঙ্গামারীতে স্কুল ও মাদরাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। উপজেলা নির্বাহী অফিসার মামুন ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাহিদা শাহনাজ, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন,সোনাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন । ক্রীড়া পরিচালনা করেন শ্রী পরিমল চন্দ্র শাহা ও শ্রী কাঞ্চন কুমার দেব। উপজেলার মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও মাদরাসার ছাত্র/ছাত্রীরা উক্ত ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় ও সোনাহাট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগীতা আগামী ২৮ ডিসেম্বর/২০১৫ শেষ হবে।