ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি ঃ
ভূরুঙ্গামারীতে আকস্মিক ঝড়ে গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ায় ১ স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) উপজেলা সদরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠার দেখে বাড়ি যাবার পথে নলেয়া গ্রামের সুনীলের কুড়ার পাড় নামক স্থানে আকস্মিক ঝড়ে রেইনট্রি গাছের একটি ডাল মাথায় ভেঙ্গে পড়লে ঘটনা স্থলেই তার মৃত্যু ঘটে। ছমির উদ্দিন (১৩) নামের ঐ বালক উপজেলা সদরের এ্যাব্লুম একাডেমির ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। তার পিতার নাম মোহর আলী। সে ইসলামপুর গ্রামের বাসিন্দা। উল্লেখ্য, উপজেলা প্রশাসনের আয়োজনে ভূরুঙ্গামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে সকাল সাড়ে ১০ টার দিকে আকস্মিক ঝড়ো বাতাস শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান মৃত্যুর সংবাদ শুনেছেন বলে জানান। উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন জানান, এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। অপরদিকে স্বাধীনতা দিবসে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠান চলার সময় ঝড়ে প্যান্ডেলের বাঁশ মাথায় পড়ে আল-আমিন নামের এক যুবক আহত হয়েছে। আল আমিন উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা আনছার আলী সরকারের পুত্র।বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।