ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল /১৭ বৃহস্পতিবার বেলা আড়াইটায় মোহবুল্লাহ্ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ত্রি-বার্ষিক কাউন্সিলে উপজেলা যুবলীগ সভাপতি এরফান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার ও আনোয়ারুল ইসলাম আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসেম পাভেল, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন নবাব, ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল হক, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী শাহ্, সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল হক চুনু। কাউন্সিল উদ্বোধক হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মাসিদুর রহমান। প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা কামরুল হাসান লিংকন, উপজেলা যুবলীগ সহসভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক প্রভাষক রাব্বুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেনসহ অন্যরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় যুবলীগের ১শত ৮জন কাউন্সিলারদের ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। গণতন্ত্র পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচনে ৩জন সভাপতি পদে ও ২জন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে। মাছ প্রতীকে ৫৫টি ভোট পেয়ে রেজাউল করিম বাবলু সভাপতি নির্বাচিত হন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল মতিন পান ৩৫ ভোট। সাধারণ সম্পাদক পদে তোফায়েল আহমেদ মই প্রতীকে ৫২ ভোট পেয়ে বিজয়ী হন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি মোস্তাফিজুর রহমান পান ৫১ ভোট। কাউন্সিলে মোট ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যের পদ পরে বন্টন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *